প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে আবারও তাঁদের সেবা করার সুযোগ দিতে ‘নৌকায়’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।