দেড় শ টাকায় উঠেছে চিনির দাম

প্রথম আলো প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৬

সরবরাহে ঘাটতির কারণে দুই সপ্তাহ ধরে চিনির দাম প্রতিনিয়ত বাড়ছে। তাতে প্রতি কেজি চিনির দাম দেড় শ টাকা ছুঁয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চিনির দাম বেড়েছে ১০ টাকার মতো। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই বললেই চলে। দাম হঠাৎ করে বেশি বাড়ার কারণে অনেক খুচরা বিক্রেতা খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন।


গতকাল রোববার রাজধানীর পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ আগেও বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। সেই চিনি এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। প্যাকেটজাত চিনির দাম রাখা হচ্ছে কেজি ১৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও