ইউরিক অ্যাসিডের ব্যথায় কাজ দিতে পারে যেসব ঘরোয়া পানীয়
বয়স্ক মানুষদের অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন। তবে ইউরিক অ্যাসিডের সঙ্গে বয়সের আসলে কোনো সম্পর্ক নেই। যেকোনো বয়সেই ধরা পড়তে পারে ইউরিক অ্যাসিড।
অত্যধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ইউরিক অ্যাসিডের ঝুঁকি বেশি থাকে। আবার মদ্যপানের অভ্যাসও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটি কারণ। ইউরিক অ্যাসিড বাড়লে গাঁটে ব্যথাও বাড়তে থাকে। তবে যে কারণেই ইউরিক অ্যাসিড হোক, তা নিয়ন্ত্রণে না রাখলে আরও অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। ইউরিক অ্যাসিড হলে ওষুধ তো খেতেই হয়। তবে ঘরোয়া উপায়ে সুস্থ থাকতে চাইলে কাজে দিতে পারে কয়েকটি পানীয়।
গাঁটের ব্যথা দূর করতে লেবুর রসের জুড়ি মেলা ভার। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের মাত্রা বিপদসীমা পেরোতে দেয় না। ফলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে লেবুর রসে চুমুক দিতেই পারেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য সচেতনতা
- অ্যাসিড