শিশুর কান ফোঁড়ানোর কথা ভাবছেন? জেনে নিন কিছু তথ্য
সমকাল
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ১৯:৪১
মেয়েদের ছোট থাকতেই কান ফোঁড়ানো হয়। অনেকে বড় হয়েও কান ফোঁড়ান । ছোট বেলায় কানের লতি অনেকটাই নরম থাকে। তাই সঠিক নিয়ম না জানলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
শিশুর কান ফোঁড়ানোর সময় অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন-
১. অনেকের মতে, ছ’মাস বয়সের আগে শিশুর কান ফুটো করানো উচিত নয়। খুব ভালো হয়, যদি শিশুর বয়স এক বছর পেরিয়ে গেলে তবে কান ফোঁড়ান।
২. অভিজ্ঞ কাউকে দিয়েই শিশুর কান ফোঁড়ানো উচিত। বাড়িতে কখনই এই কাজ করা ঠিক নয়।
- ট্যাগ:
- লাইফ
- কান ফোঁড়ানো