You have reached your daily news limit

Please log in to continue


রূপচর্চায় ত্বক চক্র পদ্ধতি

ত্বকের যত্নে বিভিন্ন ধরনের প্রসাধনী পর্যাক্রমে ব্যবহার করার পদ্ধতি হল ‘স্কিন সাইকেলিং’ বা ত্বক চক্র পদ্ধতি।

অযাচিত পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- প্রদাহ ও শুষ্কতা এড়াতে এই পন্থা অবলম্বন করা হয়।

এই পদ্ধতির প্রবর্তণ করেন নিউ ইয়র্ক ভিত্তিক ত্বক বিশেষজ্ঞ ডা. হুইটনি বো।

টিকটক’য়ে এই পদ্ধতির উপকারিতা সম্পর্কে তিনি বলেন, “এই পদ্ধতিতে সক্রিয় উপাদান ব্যবহারের ক্ষেত্রে মুখের যত্নে দৈনিক রূপচর্চার রুটিনে পরিবর্তন আনা হয়।”

যেভাবে কাজ করে

নিউ ইয়র্ক’য়ের ‘উইনিয়নডার্ম’য়ে কর্মরত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. এনকিম উগোনাবো এই বিষয়ে হেল্থডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “বেশি উপকার পেতে আর যাতে কম প্রদাহ হয়, সেজন্য প্রধান কয়েকটি উপাদান পর পর চার-রাত ব্যবহার করা হয়।”

প্রতিদিন একই পণ্য এই পদ্ধতিতে ব্যবহার করা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন