![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2F0f15937d-e1c1-4ebf-b563-b4ad31f60112%2Ffighter_jet_121123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
মিয়ানমারে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি বিচ্ছিন্নতাবাদীদের
মিয়ানমার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী দল কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।
শনিবার সেখানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় খবর উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে।
কায়াহ প্রদেশে দীর্ঘদিন ধরে কেএনডিএফ এর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধবিমান ভূপাতিত