![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252Fe0f33998-060b-4b06-aca3-c8a2211d0fed%252Fbus.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
পুলিশ উপস্থিত, শান্তি সমাবেশে আওয়ামী লীগ, কাছেই বাসে আগুন
ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আজ রোববার বেলা সোয়া একটার দিকে যেখানে বাসে আগুন দেওয়া হয়, তার কাছেই চলছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
ওই এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে পুলিশের বাড়তি নিরাপত্তাও ছিল। এর মধ্যেই বাসে আগুন দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সেখানে উপস্থিত থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিস্মিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার প্রথম আলোকে বলেন, সমাবেশে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় দেখেন বাসে আগুন জ্বলে উঠছে। আগুন নেভাতে গিয়ে তাঁর হাতে আঘাত লেগেছে।
আগুন দেওয়া হয়েছে প্রজাপতি পরিবহনের একটি বাসে। বাসটি আবদুল্লাহপুর থেকে এসে মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে মিরপুর ১ নম্বর সেকশনের দিকে যাচ্ছিল।
বাসটি যখন ১০ নম্বর গোলচত্বর পেরিয়ে ১ নম্বর সেকশনে যাওয়ার রাস্তার মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিল, তখনই আগুন জ্বলে ওঠে। আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল কিছুটা দূরে শাহ আলী প্লাজার পাশে।