![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/07/04/a5d48bc7ebfe780ed16001e92d3832e2-62c26fc68ca9e.jpg)
ডলারের দোহাই দিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা
ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছেন। দু-এক দিন বৃষ্টি হলে সেই অজুহাতে দাম বাড়ানো হয়, আবার একনাগাড়ে কিছুদিন বৃষ্টি না হলে সেটাকেও দায়ী করা হয়। ব্যবসায়ীরা এবার আমদানি করা পণ্যের দাম বাড়ানোর অজুহাত হিসেবে ডলারের বাড়তি দাম রাখার দোষ চাপাচ্ছেন ব্যাংকের ওপর। একাধিক আমদানিকারকের দাবি, ব্যাংকে এলসি বা ঋণপত্র খোলার পর ঘোষিত দরের চেয়ে বাড়তি দামে ডলার কিনে তাদের আমদানি বিল পরিশোধ করতে হচ্ছে। ফলে বাজারে তেল, চিনি, ডালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।
মিলমালিক ও আমদানিকারকেরা গত সপ্তাহে চিনির দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন। এরপর ভোজ্যতেলের দামও লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একাধিক আমদানিকারকের দাবি, প্রতি ডলার ১১১-১১২ টাকা ঘোষিত দরে ঋণপত্র খুলে পরিশোধ করতে হচ্ছে ১২৫-১২৭ টাকা হারে। ডলারের বাড়তি দাম রাখার বিষয়ে ব্যাংক কোনো প্রমাণপত্র দেয় কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমদানিকারক বলেন, ‘ডকুমেন্ট তো অবশ্যই আছে, তবে সেটা কাউকেই দেখানো যাবে না।’