![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/11/arson.jpeg?itok=0MLHBSFL×tamp=1699715662)
রাজধানীতে ৪ বাসে আগুন
ঢাকার আরামবাগ, গাবতলী গুলিস্তান ও যাত্রাবাড়ীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।
তৃতীয় ঘটনাটি ঘটে গুলিস্তানে রাত ৯টার দিকে। সেখানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
যাত্রাবাড়ী ফলপট্টির সামনে রাত ৯টা ২৭ মিনিটে আনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।