গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি
ডেইলি স্টার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ২১:১৯
বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
'অ্যাবানডান্স ইন মিলেট' শিরোনামে একটি গানের সহ-লেখক হিসেবে তিনি এই মনোনয়ন পেয়েছেন।
গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে এই গান।
গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনী শাহ এবং তার স্বামী গৌরব শাহ।
বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনী, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির 'শ্যাডো ফোর্স', ব্রুনা বয়ের 'অ্যালোন', ডাভিডোর 'ফিল'-সহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে