![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F90e8d097-a084-426e-9d2f-29b134d82c0a%252F924371_01_02.jpg%3Frect%3D0%252C0%252C3975%252C2236%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
গ্র্যামি মনোনয়নে সুইফটের রেকর্ড, কারা এগিয়ে?
প্রথম আলো
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৮:৪৮
ঘোষণা করা হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। গতকাল ঘোষণা করা মনোনয়নে এবার দেখা গেল গায়িকাদের প্রাধান্য। মনোনয়নে পুরুষ শিল্পীদের ছাপিয়ে গেছেন নারী শিল্পীরা। খবর এএফপির
এবার গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয় পেয়েছেন সিজা। ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট পেয়েছেন সাতটি করে মনোনয়ন। সিজা গ্র্যামি মনোনয়নে বাজিমাত করেছেন গত বছরের ডিসেম্বরে তাঁর মুক্তি পাওয়া অ্যালবাম ‘এসওএস’ দিয়ে। গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় অ্যালবামটি। মুক্তির পরেই উঠে আসে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে।