শেষ ম্যাচে এসে ৩০০–এর দেখা পেল বাংলাদেশ
পুনের মাঠটা বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিশ্চয়ই পছন্দের। ভারতের বিপক্ষে বাংলাদেশের এই বিশ্বকাপের ম্যাচটা হয়েছিল এই মাঠে। সেদিন আগে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৯৩ রান করেছিলেন লিটন দাস ও তানজিদ হাসান। এমন শুরুর পরও বাংলাদেশ দল সেদিন ২৫৬ রানের বেশি করতে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজও বাংলাদেশের খেলা একই মাঠে।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজও ভালো শুরু এনে দিয়েছেন। ব্যতিক্রম শুধু মাঝের ওভারের ব্যাটিং। সেখানে তাওহিদ হৃদয়ের ৭৪ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশের রানটা গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ৩০৬। এই বিশ্বকাপে আজই প্রথম বাংলাদেশের রান তিন শ ছাড়ালো।
ভারতের ম্যাচের মতো আজও লিটন ও তানজিদ শুরুর কয়েকটি ওভার দেখে খেললেও পাওয়ার প্লের শেষের ওভারগুলোকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। দ্রুত রান তোলায় এগিয়ে ছিলেন তানজিদ। ক্রিজ ছেড়ে খেলে অস্ট্রেলিয় পেসারদের বলে বাউন্ডারি খুঁজে নিচ্ছিলেন তিনি। লিটন সেই তুলনায় হিসেবি ব্যাটিং করছিলেন। দুজনে পাওয়ার প্লের ১০ ওভারে ৬২ রান তোলেন। তবে দুই ওপেনারই বড় ইনিংস খেলার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন।