গৃহবধূদের একজিমা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৪:৪৬

বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে হাতের একজিমা অন্যতম। আমাদের দেশে নারীদের, বিশেষ করে গৃহবধূদের হাত প্রায়ই এতে আক্রান্ত হয়। যাঁরা খুব পানি ব্যবহার করেন, অনবরত সাবান বা সোডাজাতীয় জিনিসের সংস্পর্শে আসেন সাধারণত তাঁদের এ রোগ বেশি হয়।


শুরুতে আঙুলগুলো লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতের চামড়ায় ফোসকা পড়ে। অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আংটি বরাবর একই স্থানে থাকে বলে পানি ও সাবান আংটির তলায় জমে থাকে। তাই আঙুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে ওঠে।


শুধু গৃহবধূ নন, যেসব পেশায় অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকতে হয় বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হয়, সেই সব পেশার ব্যক্তিরা এ রোগের শিকার হন। খাবার বা আনাজপত্র, যেমন আদা, পেঁয়াজ, টমেটো, গাজর, ডুমুর, কুমড়া, বেগুন, পেঁপে ইত্যাদির অ্যালার্জি থেকেও নারীর হাতে একজিমা হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও