গাজায় ইসরায়েলি হামলা দারিদ্র্য বাড়াবে এক-তৃতীয়াংশ: জাতিসংঘ
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। এই যুদ্ধ আরেক মাসব্যাপী চললে ফিলিস্তিনে দারিদ্র্যের হার এক-তৃতীয়াংশ বা ৩৪ শতাংশ বাড়বে। এতে অতিরিক্ত আরও ৫ লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের মুখে পড়বে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিডব্লিউএ) প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে ফিলিস্তিনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮ দশমিক ৪ শতাংশ কমে যাবে, এই ক্ষতির পরিমাণ হবে ১৭০ কোটি মার্কিন ডলারের সমতুল্য।
গত বৃহস্পতিবার সংস্থা দুটি ‘গাজা যুদ্ধ: ফিলিস্তিনে আর্থসামাজিক প্রভাব’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গাজা যুদ্ধের প্রথম মাসে দারিদ্র্য ২০ শতাংশ বেড়েছে এবং জিডিপি ৪ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে, যুদ্ধের প্রথম মাসে ৩ লাখ ৯০ হাজার লোক চাকরি হারিয়েছেন।
ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ‘গাজায় নজিরবিহীন প্রাণহানি, দুর্ভোগ ও ধ্বংসলীলা মেনে নেওয়ার মতো নয়। এই মূল্যায়ন আমাদের সতর্ক করে যে, এই যুদ্ধের প্রভাবগুলো দীর্ঘস্থায়ী হবে এবং এটি শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি মানবিক বিপর্যয় এবং একটি উন্নয়নের সংকট। যুদ্ধ দ্রুত দারিদ্র্যকে ত্বরান্বিত করছে।’