![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023November/kajol-20231111095539.jpg)
কলকাতায় আসছেন কাজল, কোন ছবিতে দেখা যাবে তাকে?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৪:৩৫
কলকাতায় বহুবার এসেছেন তিনি। তবে মূলত ছবির প্রচারে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চেও অবশ্য দেখা গিয়েছিল তাকে। সূত্রের খবর, এবার ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন তনুজাকন্যা।
পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি। এখনও দুর্গাপুজায় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। বাংলার সঙ্গেও তার অদ্ভুত নাড়ির টান।
সূত্র বলছে, নতুন বছরে কলকাতায় পা রাখবেন তিনি। শহরে থাকবেন বেশ কিছু দিন। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, টলিউডের এক পরিচালকের ছবিতেই নাকি দেখা যাবে বলিউড ডিভাকে। তবে কার ছবি, কোন ছবি, সেই তথ্য ফাঁস করতে চাইছেন না কেউই। শুধুমাত্র জানা গেছে, ছবির নাম ‘মা’।
- ট্যাগ:
- বিনোদন
- কলকাতা চলচ্চিত্র উৎসব
- কাজল