এবার মুডিসও যুক্তরাষ্ট্রের ঋণমান আভাস ‘ঋণাত্মক’ করল
প্রথম আলো
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৪:০২
এবার যুক্তরাষ্ট্রের ঋণমান–বিষয়ক আভাস অবনমন করেছে ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। দেশটির ঋণমান তারা ‘স্থিতিশীল’ থেকে অবনমন করে ‘ঋণাত্মক’ করেছে। কারণ হিসেবে যে দুটি বিষয়কে তারা চিহ্নিত করেছে, সে দুটি হলো, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়ে যাওয়া এবং তার ঋণ নেওয়ার সক্ষমতায় ভাটা পড়া।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এ ঘটনায় বাইডেন প্রশাসন তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ঋণমান
- অবনমন
- আভাস
- মুডিস