কেন কমছে মোটরসাইকেল বিক্রি

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৩:৫৯

দেশে মোটরসাইকেল বিক্রি ব্যাপকভাবে কমেছে। আগে বাজারজাতকারী কোম্পানিগুলোর মোটরসাইকেল বিক্রিতে বছরে ১৫-২০ শতাংশ প্রবৃদ্ধি হতো। এখন তা নেতিবাচক পর্যায়ে চলে গেছে। চলতি বছরের প্রথম ১০ মাস জানুয়ারি-অক্টোবরে এই খাতে আগের বছরের একই সময়ের চেয়ে বিক্রি কমেছে ৩২ শতাংশ।


একদিকে ডলার-সংকট, ঋণপত্র (এলসি) খুলতে দেরি হওয়া ও আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেলের দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গ্রাহকেরা আগের মতো অর্থ খরচ করতে চাইছেন না। এর প্রভাব পড়েছে মোটরসাইকেলের বাজারে।


বাজারজাতকারী কোম্পানিগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই বছর আগে পর্যন্ত মোটরসাইকেল বিক্রিতে বেশ ভালো প্রবৃদ্ধি ছিল। কারণ, তখন মোটরসাইকেলের দাম কম ছিল। পাশাপাশি গ্রাহকেরাও তুলনামূলক স্বস্তিতে ছিলেন। কিন্তু গত দুই বছরে মোটরসাইকেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে চলতি বছরেই দাম বেড়েছে ৮-৯ শতাংশ; অর্থাৎ যে মোটরসাইকেলের দাম দুই বছর আগে ২ লাখ টাকা ছিল, সেটি এখন ২ লাখ ৩০ হাজার টাকার মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও