রেকর্ড জুটিতে সিরিজ জিতল বাংলাদেশ
আঁটসাঁট বোলিংয়ে পাকিস্তানকে বেশি দূর যেতে দিলেন না নাহিদা আক্তার। মাঝারি লক্ষ্যে শুরুর জুটিতে রেকর্ড গড়লেন ফারজানা হক ও মুর্শিদা আক্তার। দুই ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে অনায়াস জয়ে সিরিজও নিজেদের করে নিল বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির।
সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচ টাই করে সুপার ওভারে জয় পায় তারা। এবার শেষ ম্যাচ জিতে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিতল তিন ম্যাচের সিরিজ।
২০১৪ সালে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
সিরিজটি জিতে আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপেও এক ধাপ এগোলো নিগারের দল। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান ছয়ে। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান।
- ট্যাগ:
- খেলা
- রেকর্ড
- সিরিজ জয়
- নারী ক্রিকেটার
- ওপেনার