গাজায় ৯৯ কর্মীর প্রাণ গেছে: জাতিসংঘ

প্রথম আলো গাজা প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১৩:৪৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক মাস পেরিয়েছে। এ সময় ইসরায়েলের হামলায় গাজায় জাতিসংঘের ৯৯ কর্মীর প্রাণ গেছে।


গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েত্তে তোমা এ কথা জানান। তিনি বলেন, পরিস্থিতি দিন দিন খুবই খারাপ হচ্ছে।


ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ইতিহাসে এর আগে আর কোনো একক সংঘাতে সংস্থাটির একসঙ্গে এত কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেনি।


গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও