গাজার হাসপাতালগুলোতে ফের ইসরায়েলের হামলা
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডটির অন্তত তিনটি হাসপাতাল বা হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় আহত ও ঘরবাড়ি হারা বাস্তুচ্যুত হাজার হাজার মানুষে হাসপাতালগুলো ভর্তি হয়ে আছে, শুক্রবারে সেখানে হামলা চালিয়ে দেশটি ফের ফিলিস্তিনি জনপদটির স্বাস্থ্য ব্যবস্থাকে বিপদগ্রস্ত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, “গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি দখলদাররা বেশ কয়েকটি হাসপাতালে একযোগে হামলা চালিয়েছে।”
ইসরায়েল গাজা সিটির বৃহত্তম হাসপাতাল আল শিফার প্রাঙ্গণে হামলা চালিয়েছে আর তাতে হতাহতের ঘটনা ঘটেছে বলে কিদরা জানিয়েছেন, কিন্তু কতোজন হতাহত হয়েছে বিস্তারিত জানাননি।