You have reached your daily news limit

Please log in to continue


১২০ ঘণ্টা টানা রান্না করে গেছেন তিনি

রান্না করতে অনেকেই পছন্দ করেন। পছন্দ থেকে অনেকে এটিকে পেশা হিসেবে বেছে নেন। কেউ ছোট পরিসরে, কেউবা বড় পরিসরে এ কাজ করেন। কিন্তু একজন মানুষ একটানা কতক্ষণ রান্না করতে পারেন?

হ্যাঁ, এবার দীর্ঘতম রান্নার রেকর্ড গড়েছেন আইরিশ শেফ অ্যালান ফিশার। জাপানে বসবাস করেন তিনি। সম্প্রতি দেশটির ম্যাটসু শহরের একটি রেস্তোরাঁয় টানা ১১৯ ঘণ্টা ৫৭ মিনিট তিনি রান্না করে গেছেন। আগের রেকর্ডধারী নাইজেরিয়ার হিলদা বাসির চেয়ে ২৪ ঘণ্টা বেশি সময় রান্না করেছেন তিনি।

অ্যালান শুধু এই রেকর্ডই নন, গড়েছেন আরও একটি রেকর্ড। যুক্তরাষ্ট্রের ওয়েন্ডি স্যান্ডনারের করা রেকর্ডকে ছাড়িয়ে দীর্ঘতম বেকিং ম্যারাথনের রেকর্ডও গড়েছেন বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। অ্যালান মোট ৪৭ ঘণ্টা ২১ মিনিট বেক করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন