![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/11/10/dsc04892.jpg?itok=VZc2XVnh×tamp=1699593713)
আজ শিল্পকলার মঞ্চে ‘আগুনযাত্রা’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আসছে প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা 'আগুনযাত্রা'।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটি দেখার সময় শিশুদের সঙ্গে না নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে প্রাচ্যনাট কর্তৃপক্ষ।
ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা 'সেভেন স্টেপ এরাউন্ড দ্য ফায়ার' থেকে অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।