‘কিছুই অবশিষ্ট নেই’, প্রাণ বাঁচাতে ছুটছে হাজারো ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালানোর একমাস হয়ে গেলেও থামেনি বৃষ্টির মত গোলাবর্ষণ; তীব্র আক্রমণে বিধ্বস্ত গাজার উত্তরের শহর ছেড়ে দক্ষিণের পথে ঢল নেমেছে হাজারো মানুষের।
গাজার উত্তর থেকে দক্ষিণের দিকে যাওয়ার একটি পথ হল সালাহ এডিন স্ট্রিট। বুধবার এই পথ ধরে নারী, শিশু, বয়স্ক আর চলাচলে অক্ষম ব্যক্তিদের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটতে দেখা যায়। তাদের অনেকে পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ, কেউ চলছেন গাধা বা ব্যক্তিগত যানবাহনে।
গাজার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়া জন্য সালাহ এডিন স্ট্রিটকে উচ্ছেদ করিডোর হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই পথ ধরে যাওয়ার সময় কারও হাতে দেখা যায় লাঠিতে বাঁধা সাদা পতাকা। কেউ আত্মসমর্পণের মত করে দুই হাত উপরে তুলেও হাঁটছিলেন।