কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুখে হঠাৎ ব্যথার কারণ

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১৫:১৫

ট্রাইজেমিনাল নিউরালজিয়া (টিএন) হলে মুখে হঠাৎ প্রচণ্ড ব্যথা হয়। এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এই যন্ত্রণা মুখের এক দিকে বা উভয় দিকে হতে পারে।


কারণ


ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণ হলো পঞ্চম ক্রেনিয়াল নার্ভের (স্নায়ু) সমস্যা বা এর ওপর অতিরিক্ত চাপ। মস্তিষ্কের নিচের অংশে শিরা বা ধমনির সঙ্গে লেগে যদি ট্রাইজেমিনাল নার্ভের ওপর অস্বাভাবিক চাপ পড়ে, তবেই এই ব্যথা হয়। এ ছাড়া বার্ধক্য, মাল্টিপল স্কেলেরোসিস, মস্তিষ্কে টিউমার বা নার্ভের পাশে থাকা টিউমারের চাপ ও অন্য কোনো সমস্যার কারণেও এই ব্যথা হতে পারে।


লক্ষণ


বৈদ্যুতিক শকের মতো আকস্মিক তীব্র ব্যথা হয়। সাধারণত পুরুষের তুলনায় নারীদের এই রোগ বেশি হয়। শেভ করার সময় বা মুখে হাত বুলালে কিংবা দাঁত ব্রাশ করার সময় ব্যথা বেড়ে যেতে পারে। ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটের কম স্থায়ী হয়। বারবার ব্যথা হয়। ট্রাইজেমিনাল নার্ভ যেসব জায়গায় অনুভূতি সরবরাহ করে যেমন গাল, চিবুক, মাড়ি, দাঁত, ঠোঁট এবং মাঝেমধ্যে চোখ ও কপালে এ ব্যথা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও