কথা বলার সময় মুখ থেকে থুতু বেরিয়ে আসে, কী করব?

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১০:৪৩

গুরুত্বপূর্ণ কোনো মিটিং চলছে। বক্তার কথা মন দিয়ে শুনছেন সবাই। দ্রুতবেগে কথা বলতে গিয়ে হঠাৎ তাঁর মুখ থেকে থুতু ছিটে এল। আশপাশের অনেকেই বিরক্ত হলেন। কেউ কেউ ভ্রু কুঁচকে বিরক্তিটা প্রকাশও করে ফেললেন। এদিকে বক্তা ভদ্রলোক ভীষণ অপ্রস্তুত। কথার খেই হারিয়ে ফেললেন তিনি। মিটিংয়ের আবহটাই যেন নষ্ট হয়ে গেল। পরিচিত-অপরিচিত বেশ কজন মানুষের সামনে নিজেকে তাঁর খুব ছোট মনে হতে লাগল।


এমন ঘটনা হঠাৎ দু-এক দিন ঘটতে পারে যে কারও সঙ্গে, কোনো কোনো ক্ষেত্রে তা প্রায়ই ঘটে। অনেক ক্ষেত্রে এমনও হয়, যাঁর মুখ থেকে অনিয়ন্ত্রিতভাবে থুতু বেরিয়ে আসছে, সেদিকে তাঁর কোনো খেয়ালই নেই! আশপাশের মানুষ কিন্তু বিরক্ত হচ্ছেন ঠিকই। অথচ বিষয়টি সংবেদনশীল বলে এ নিয়ে তাঁকে কিছু বলতে সংকোচে ভুগছেন। আড়ালে আবডালে হাসাহাসিও করেন কেউ কেউ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও