গাজায় স্থল অভিযানে বিপাকে ইসরাইল, ১৩৬ সামরিক যান ধ্বংস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছে ইসরাইলি বাহিনী। এদিকে গাজায় এক বা দুদিনের সাময়িক যুদ্ধবিরতি দিতে ইসরাইল রাজি হতে পারে বলে জানিয়েছে কাতার।
বুধবার হামাস ঘোষণা করেছে, গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তারা ১৩৬ সামরিক যান ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছে।
হামাসের সঙ্গে সম্পৃক্ত আল-আকসা টিভি চ্যানেলে সম্প্রচারিত একটি বক্তৃতায় মুখপাত্র আবু উবাইদা বলেছেন, আমরা ইসরাইলি স্থল অভিযান শুরুর পর থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে ১৩৬ ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি। বিদেশি বন্দিদের মুক্তিতে করতে তারা বিমান হামলা জোরদার করে এবং গণহত্যা করছে।
সম্ভাব্য বন্দিবিনিময় সম্পর্কে তিনি বলেন, আমাদের একমাত্র পদ্ধতি হলো বন্দিদের বিনিময়ের জন্য একটি ব্যাপক চুক্তি, তা সম্পূর্ণভাবে হোক বা আংশিকভাবে হোক বা দলগতভাবে হোক। ইসরাইলের কারাগারে থাকা আমার বন্দি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গাজায় হামলা
- সামরিক যান