You have reached your daily news limit

Please log in to continue


টফিতে দেখা যাবে কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট

১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 'কোক স্টুডিও বাংলা লাইভ ২.০' কনসার্ট। বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে সরাসরি কনসার্টটি সম্প্রচার করবে বিনোদন প্ল্যাটফর্ম টফি। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা সারা দেশের সংগীত প্রেমীদের কাছে পৌঁছে যাবে।

একই দিন সন্ধ্যা ৭টা থেকে 'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' কনসার্ট সরাসরি সম্প্রচার করা হবে এই অ্যাপে। ১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সাথে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 

ঘরে বসেই দেশের সকল প্রান্তের শ্রোতাদের তাদের প্রিয় শিল্পীদের সুর ও ছন্দ উপভোগ করার সুযোগ করে দিচ্ছে টফি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন