একজন প্রতিদিন সুডোকু মেলাতেন, আরেকজন অবসরে আঁকতেন ছবি

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১০:৫৯

১৯৬০ সালের দিকে একবার করাচি গিয়ে জিনস প্যান্টের প্রেমে পড়েছিলেন সৈয়দ শামসুল হক। লেখক মানেই পাঞ্জাবি আর ঝোলা—এই গৎবাঁধা ফ্যাশন ভাঙতে চেয়েছেন বরাবর। দুই পকেটের মোটা কাপড়ের শার্ট পরতে ভালোবাসতেন। কিশোর বয়স থেকেই মা-বাবা ছাড়া একা ঢাকায় থাকার দরুন ছোটবেলা থেকেই নিজের রুচিবোধ গড়ে তুলতে পেরেছিলেন নিজের মতো করে।


২০১৩ সালে ‘অধুনা’কে দেওয়া সাক্ষাৎকারে লেখক জানিয়েছিলেন লিখতে বসার আগের প্রস্তুতির কথাও। গোসল করে, পরিষ্কার পোশাক পরে দামি কলম আর কাগজ নিয়ে তারপর লিখতে বসতেন। কারণ, তিনি মনে করতেন, ‘সেটা না হলে নিজের সৃষ্টিকে অবহেলা করা হয়’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও