কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারের মনোযোগ নেই পুঁজিবাজারে, অভিযোগ বিনিয়োগকারীদের

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৩২

ফ্লোর প্রাইস, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। লেনদেনের খরায় পুড়ছে পুঁজিবাজার। এমন সময়ে পুঁজিবাজারের প্রতি সরকার বা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কোনো মনোযোগ নেই বলে অভিযোগ বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীরা বলছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে উন্নত দেশগুলোতে রোড শো করতেই ব্যস্ত বিএসইসি।


অথচ পুঁজিবাজার ধুঁকছে। এমনকি সম্প্রতি কয়েকটি কোম্পানি একীভূত হওয়ার কারণে নীতিগত জটিলতায় বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হলেও সমস্যার সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিন মাসের বেশি সময় পুঁজিবাজারে হাজার কোটি টাকার ঘরে লেনদেন হয়নি। সর্বশেষ পুঁজিবাজারে ১ হাজার ৪৪ কোটি টাকা লেনদেন হয়েছিল চলতি বছরের ১৮ জুলাই। বর্তমানে লেনদেন ৪০০-৫০০ কোটির ঘরে ওঠানামা করছে। কখনো কখনো তা ২০০ কোটির ঘরেও নেমে আসতে দেখা গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও