টাইমড আউট নিয়ে ডোনাল্ড, 'ব্যাপারটা আমার পছন্দ হয়নি'

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৩৯

সাকিব আল হাসানের আপিলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় উত্তাল ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশের অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার সমর্থন দিচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডারকে। পক্ষে-বিপক্ষে নানা রকমের যুক্তিতর্ক চলছে। এবার তাতে সামিল হলেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের ফাস্ট বোলিং কোচের অবস্থান অবশ্য সাকিবের ভাবনার বিপরীতে। ব্যাপারটা পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারের।


গত সোমবার বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা আউট হওয়ার পর মাঠে ঢুকে বল মোকাবিলা করার জন্য তৈরি হতে দেরি করে ফেলেন ম্যাথিউস। নির্ধারিত ২ মিনিট সময়ের চেয়ে বেশি নিয়ে নেন।তখন তার বিপক্ষে আউটের আবেদন করেন সাকিব। ক্রিজের মাঝে কিছুক্ষণ আলাপ-আলোচনা শেষে তাতে সাড়া দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে 'টাইমড আউট' হয়ে যান ম্যাথিউস। এরপর ওঠা বিতর্কের ঝড় এখনও থামেনি। বরং নতুন করে আলোচনার খোরাক দিয়েছেন ডোনাল্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও