বিশ্বের ৮৫ শতাংশ মানুষ অনলাইনে ভুল তথ্যপ্রচার নিয়ে উদ্বিগ্ন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ২১:৫৮
অনলাইনে ভুল তথ্যের প্রচার নিয়ে বিশ্বের ৮৫ শতাংশ মানুষ উদ্বিগ্ন এবং ভুল তথ্য এরই মধ্যে দেশের রাজনীতির ক্ষতি করেছে বলে ৮৭ শতাংশ মানুষ মনে করে। ইউনেসকোর জরিপের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক গত সোমবার সাংবাদিকদের বলেন, অনলাইনে মিথ্যা তথ্য ও ঘৃণামূলক বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। সামাজিক সংহতি, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে এসব ভুয়া তথ্য।