জামায়াতকে পাশে পেয়ে উজ্জীবিত বিএনপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ২১:১৯

দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে বিএনপির বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। জোট ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দুই দলের নানান কার্যক্রমে এমনটাই আভাস পাওয়া যাচ্ছিল। সরকারবিরোধী আন্দোলনে তারা নিজেদের মতো কর্মসূচি পালন করছিল। চলতি বছরের জুন মাসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রশাসনের অনুমতি নিয়ে একটি সমাবেশ করে জামায়াত। ফলে বিএনপির অনেকে সন্দেহ করে সরকারের সঙ্গে তাদের আঁতাত হয়েছে!


রাজনৈতিক মহলে চলে নানা গুঞ্জন। এরপর দেশের আর কোথাও জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এরইমধ্যে গড়ে ওঠে ফ্যাসিবাদবিরোধী একটি সর্বদলীয় ছাত্রঐক্য। ছাত্রদল নেতৃত্বাধীন সেই ছাত্রঐক্যে জায়গা পায়নি ছাত্রশিবির!


চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ও সমমনা জোট পালন করছিল নিজেদের কর্মসূচি। জামায়াতও নিজের মতো করে কর্মসূচি দিয়ে মাঠে ছিল। এরইমধ্যে রাজধানীর শাপলা চত্বরে শিবির ও জামায়াত দুটি পৃথক বিক্ষোভ মিছিল করে বড় শোডাউনে নিজেদের শক্তির মহড়া দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও