![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2Fe29554c9-33e9-4d47-83c1-df88b75385f5%2Falia_raha_ranbir_071123_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
জন্মদিনেও আলিয়া-রাণবীরের মেয়ে থাকল আড়ালে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৬:০১
রাহার প্রথম জন্মদিনে তারা বাবা-মা আলিয়া ভাট, রাণবীর কাপুরের ছবি আছে, বাড়ির লোকজনের আনন্দ উদযাপনের ছবি আছে, কেকের ছবি আছে, এমনকি রাহার ছোট্ট হাতদুটোর ছবিও আছে, কেবল নেই রাহার মুখের ছবি।
কেউ কেউ ভেবেছিলেন, মেয়ের প্রথম জন্মবার্ষিকীতে হয়ত রাহার ছবি আসবে সোশাল মিডিয়ায়। কিন্তু তা হয়নি। আলিয়-রাণবীর রাহার ছবি প্রকাশ না করার সিদ্ধান্তে অটল আছেন।
কেকের ওপরে ছোট ছোট দুই হাত রাখা একটি ছবি আলিয়ার ইনস্টাগ্রামে শেয়ার হলে সবাই বুঝতে পারে রাহার জন্মদিন উদযাপনের কথা।