কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অক্টোবরে সারাদেশে ১৪৭৫ অগ্নিকাণ্ড, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৫০

চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে ১ হাজার ৪৭৫টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ২৭ জন আহত ও ১০ জনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনা ঘটে।


আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ঢাকায় দিনে ৫টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং মিরপুর এলাকায় সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসে সারাদেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫০১টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি ও রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও