প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির ৩ নেতার আগাম জামিন
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৪৪
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি নেতা ও আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী এবং এ এম মাহবুব উদ্দিন খোকনকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে মামলায় তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলায় জামিন চেয়ে বিএনপি নেতাদের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এদিন জামিনের জন্য বেঞ্চের সামনে হাজির হন আবেদনকারীরা।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুব্রত চৌধুরীসহ বিএনপিপন্থী আইনজীবীরা।