![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F2cda1476-3628-494d-93be-ef1b1b9e5020%252F385532793_1284990298839907_1621141471152479405_n.jpg%3Frect%3D0%252C0%252C486%252C273%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
ভাওয়াইয়াশিল্পী নাদিরা বেগম মারা গেছেন
প্রথম আলো
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৭
ভাওয়াইয়াশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
নাদিরা বেগমের জন্ম ও বেড়ে ওঠা জয়পুরহাটে। তাঁর মরদেহ আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটে নেওয়া হয়। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাট সদরের রামদেও বজলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে, এরপর জানাজা হবে।
পৈতৃক নিবাস জয়পুরহাট সদরের দাদরা জন্তি গ্রামে আরেকবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে প্রথম আলোকে জানান শিল্পীর ছোট বোন রোকসানা পারভীন।