You have reached your daily news limit

Please log in to continue


সংসদ নির্বাচনের জন্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ডিআইজি নুরুলের ভাই

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি ২ নভেম্বর জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় আমি আগে থেকেই পদত্যাগ করলাম। পদে থেকে জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যাওয়া সম্ভব না বলেই পদত্যাগ করেছি। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ভোটের ব্যবধানে আমি জয়লাভ করেছিলাম। আমার যথেষ্ট জনসমর্থন আছে। দলের মনোনয়ন পেলে সংসদ নির্বাচনেও আমি জয়লাভ করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন