কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজায় হামলা: জলদস্যু, সম্রাট ও মধ্যপ্রাচ্যের ‘শয়তানেরা’

প্রথম আলো মারওয়ান বিশারা প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ২৩:১৩

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে নতুন করে দুটি যুদ্ধজাহাজ ও রণতরি মোতায়েন করতে দেখে একটা গল্প মনে পড়ে গেল। গল্পে ঢোকার আগে জানিয়ে রাখা ভালো, যুক্তরাষ্ট্র এই যুদ্ধজাহাজ ও রণতরির আয়োজন করেছে ইসরায়েলের জন্য। যেন তারা ‘অন্যায়ের প্রতিশোধ’ নিতে ফিলিস্তিনে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে পারে।


গল্প বলেছেন সেইন্ট অগাস্টিন। আলেক্সান্ডার দ্য গ্রেট একজন জলদস্যুকে একবার পাকড়াও করেছিলেন। তাঁকে তিনি বললেন, তোমার সাহস তো মন্দ না, তুমি গোটা দুনিয়াকে নষ্ট করে বেড়াচ্ছ। জবাবে ওই জলদস্যু বললেন, ‘আমার জাহাজটা যেহেতু ছোট্ট, তাই আমি তোমাদের চোখে চোর। আর যেহেতু তোমার বিশাল নৌবহর আছে, তাই একই কাজ করেও তুমি সম্রাট।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও