![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F87a61db1-648c-40d4-a52a-bddcbd09aa93%252Fprothomalo_bangla_2023_01_f344842a_1b54_420d_bfa2_ce49f0b3fc4e_Gill.webp%3Frect%3D0%252C0%252C900%252C506%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
কোন সারার সঙ্গে প্রেম করছেন শুবমান, জানালেন অভিনেত্রী সারা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ১৯:৩৪
অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শুবমান গিলের, এমন গুঞ্জন অনেক দিনের। তবে সম্প্রতি সারা আলী খানের নাম পেছনে ফেলে সামনে চলে এসেছে আরেক সারা—সারা টেন্ডুলকারের নাম।
চলমান ক্রিকেট বিশ্বকাপে গ্যালারিতে সারা টেন্ডুলকারের উপস্থিতি, গিল বাউন্ডারি লাইনের কাছে এলেই দর্শকদের ‘সারা সারা’ রব—তাঁদের সম্পর্ক নিয়ে হয়ে গেছে অনেক কিছুই। তবে তৈরি হয়েছে ধোঁয়াশাও—আসলে কোন সারার সঙ্গে প্রেম করছেন গিল? এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সারা আলী খান।