You have reached your daily news limit

Please log in to continue


ভারতে চলছে না প্রিয়তমা, হতাশ আমদানিকারক!

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া মাত করলেও ভারতে মুখ থুবড়ে পড়েছে শাকিব খান অভিনীত প্রিয়তমা চলচ্চিত্রটি। গত শুক্রবার পশ্চিমবঙ্গের ৪০ টি সিনেমা হলে আলোচিত এই সিনেমাটি মুক্তি পায়। এই ৪০ হল্বের কোনোটিতে ভালো ব্যবসা করতে, এমনকী সন্তোষজন ব্যবসাও করতে পারছে না সিনেমাটি, এমনটাই জানালেন কলকাতায় সিনেমাটির পরিবেশক সংস্থা। 

সোমবার বিকেলে পরিবেশক সংস্থা এসএসআর সিনেমাসের কর্মকর্তা সত্যদীপ সাহা বললেন, এই সিনেমার ভারতে অনুমতি সময় লেগে গেছে। বাংলাদেশের সরকারি তরফ থেকেই এমনটা হয়েছে ফলে আমরা ভারতের সেন্সর বোর্ডে জমা দিতে পারছিলাম না। ফলে আমরা এখানে সিনেমাটি অনেক দেরিতে মুক্তি দেই, আর এ কারণেই ব্যবসায় ধ্বস। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন