কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় পুলিশের নতুন দুই মামলায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আসামি

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিন দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বগুড়ায় নতুন করে পুলিশ পৃথক দুটি মামলা করেছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তবে অজ্ঞাতপরিচয় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। আজ সোমবার বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে এ দুই মামলা করেছে।


এ নিয়ে গত ছয় দিনে দুই দফা অবরোধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা হলো। আসামি করা হয়েছে ৩৮২ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়ান ওলিউল্লাহ বলেন, গতকাল রোববার শহরতলির বেলাইল ও ঝোপগাড়ি এলাকায় অবরোধে সমর্থনকারীরা পুলিশের ওপর ককটেল হামলা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫৫ জনকে আসামি করে আজ মামলা হয়েছে। তবে এ দুটি মামলায় নতুন করে কেউ গ্রেপ্তার হননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও