You have reached your daily news limit

Please log in to continue


ইন্টারনেট ডেটার দাম বাড়ানো চলবে না: মন্ত্রী

মোবাইল ইন্টারনেটের খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভের মধ্যে চার অপারেটরকে ডেকে দাম কমাতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা তাদের বলে দিয়েছি, দাম বাড়ানো যাবে না।”

সরকারি সিদ্ধান্তে মোবাইল অপারেটরগুলো তিনদিনের ইন্টারনেট বা ডেটা প্যাক বিলুপ্ত করে নতুন যে দর দিয়েছে, তাতে গ্রাহকের ইন্টারনেট খরচ বেড়েছে প্রায় এক তৃতীয়াংশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকেরা।

এমন পরিস্থিতিতে রোববার দেশের চার মোবাইল অপারেটরের কর্মকর্তাদের ডেকে বৈঠক করে টেলিযোগাযোগ মন্ত্রী।

অপারেটরগুলো তাহলে আগের প্যাকেজগুলোতে ফিরে যেতে পারবে কি না জানতে চাইলে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্বের ডেটাপ্যাক তো নেই। ডেটাপ্যাক ৪০টায় নামিয়ে নিয়েছি, মেয়াদ তিনটাতে নিয়েছি। কিন্তু ওদের দাম বাড়ানো চলবে না।”

মোবাইল অপারেটগুলো বলছে, তিন দিনের ‘স্যাশে প্যাক’গুলোর গ্রাহক মূলত শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ। এই প্যাকগুলো বাদ দেওয়ার ফলে দাম যে বাড়তে পারে, এটা সরকারকে আগেই জানানো হয়েছিল।

অনেকগুলো প্যাকেজ বিলুপ্তির ফলে গ্রাহকের বেছে নেওয়ার স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে দাবি করে মোবাইল অপারেটররা আবার আগের প্যাকে ফেরত যেতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন