কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বপ্নের ইডেনে স্বপ্নভঙ্গের রাত

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ১০:১৭

কাছের শহর কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ। বিশ্বকাপের ফিকশ্চার প্রকাশের পর থেকেই এ দুটি ম্যাচ নিয়ে হাইপ তৈরি হয়। বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে, এমন একটা প্রত্যাশা সে হাইপ তৈরিতে ভূমিকা রেখেছে।


প্রত্যাশাটা একেবারে অমূলক ছিল না। তামিম ইকবালের নেতৃত্বে গড়ে ওঠা 'টিম বাংলাদেশ' বিশ্বকাপে গিয়েছিল তৃতীয় হিসেবে। দুর্ভাগ্য হলো এখন আমাদের লড়তে হচ্ছে অন্তত অষ্টম হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য। বলছিলাম হাইপের কথা। অনলাইনে ম্যাচের টিকিট পাওয়াটা সহজ ছিল। কিন্তু সবচেয়ে কঠিন ছিল ভারতের ভিসা পাওয়া। সে লড়াইটা আরও কঠিন করে দেয় বিমানভাড়া, বাড়তে বাড়তে যা ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। ম্যাচ টিকিট পেয়েও ভিসা বা খরচের জন্য অনেকেই যেতে পারেননি।


ইডেনে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে হেরে যাওয়ায় উত্তেজনা কিছুটা কমে আসে। আমাদের টিমের দুজন শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন। তারপরও হাজার হাজার মানুষ খেলা দেখতে কলকাতায় গেছেন। সংখ্যাটা লাখ ছাড়াতে পারে। ৩০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে টের পাই উত্তেজনাটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও