![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2F9710cdc0-f1da-431c-b3af-9d5bc46a6366%2Fmarcelo_051123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
চ্যাম্পিয়ন্স লিগ নয়, মার্সেলোর কাছে কোপা লিবের্তাদোরেসই সেরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১৯:৫০
একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতা সব ফুটবলারের কাছেই আরাধ্য বিষয়। অনেকের কাছে তো বিশ্বকাপের চেয়েও বড় এই ট্রফ্রি। মার্সেলো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার এই শিরোপা জিতেছেন পাঁচবার। কিন্তু কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন হয়ে অভিজ্ঞ এই ডিফেন্ডার বললেন ভিন্ন কথা।
এই ব্রাজিলিয়ান বলেছেন, শৈশবের ক্লাবের হয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়ন হওয়া তার কাছে রেয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়েও বেশি কিছু!
কোপা লিবের্তাদোরেসের ফাইনালে শনিবার বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে মার্সেলোর দল ফ্লুমিনেন্স। এই প্রথম প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান ক্লাবটি।