দুই বছর দুর্গম পাহাড়ে আটকে থাকা নিঃসঙ্গ ভেড়া উদ্ধার

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১৯:৩৭

দুই বছর ধরে একটি পাথুরে সৈকতে আটকে ছিল ভেড়াটি। বলা চলে, সে ছিল যুক্তরাজ্যের সবচেয়ে ‘নিঃসঙ্গ’ ভেড়া। রোমাঞ্চকর এক অভিযানে উদ্ধার করা হয়েছে তাকে। ভারী সরঞ্জাম ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের একটি দল উদ্ধার করে স্ত্রী ভেড়াটিকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে। 


ভেড়াটির নাম দেওয়া হয়েছে ফিওনা। এটি এখন সুস্থ আছে এবং স্কটিশ একটি খামারে নিয়ে যাওয়া হয়েছে। 


দ্য স্কটিশ সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (এসএসপিসিএ) আগে জানিয়েছিল, এলাকাটির পাথুরে পরিবেশের কারণে ভেড়াটি উদ্ধার করার কাজ জটিল হবে।


তীরের পাথুরে পাহাড়ের কারণে কোনো নৌকা ভেড়ানোও ছিল অসম্ভব এক ব্যাপার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও