You have reached your daily news limit

Please log in to continue


দুই মাস ধরে কেবল খিচুড়িই খেয়েছেন তিনি

পঙ্কজ ত্রিপাঠি যে নতুন সিনেমা ‘ম্যায় অটল হু’ সিনেমায় সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, সে খবর আগেই জানা। এবার সিনেমাটির শুটিং নিয়ে মজার তথ্য ফাঁস করলেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটির শুটিংয়ের সময় ৬০ দিন ধরে কেবল খিচুড়ি খেয়েছেন তিনি।

পঙ্কজ ত্রিপাঠি জানান, ৬০ দিন ধরে খাওয়া খিচুড়ি তিনি নিজেই রান্না করেছেন। কিন্তু কেন দুই মাস ধরে শুধু খিচুড়ি খেয়েছেন পঙ্কজ? পঙ্কজ জানান, চরিত্রের আবেগ সঠিকভাবে ধরতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ খুবই প্রয়োজনীয়। পঙ্কজের কথায়, ‘অভিনেতা হিসেবে আপনার পেট যদি ভালো না থাকে এবং আপনি অস্বাস্থ্যকর কিছু খান, তারপর যদি মনে হয় আপনি চরিত্রে সেই আবেগ ধরতে পারবেন, সেটা ভুল। এ কারণে শুটিংয়ের দিনে আমি শুধু খিচুড়ি খাই। মস্তিষ্ক ও শরীরে সামঞ্জস্য তৈরির জন্য খাওয়া দরকার।’ অভিনেতা আরও জানান, তরুণ বয়সে তিনি প্রচুর সমুচা খেলেও এখন শেষ কবে সেটা খেয়েছেন, মনে করতে পারেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন