![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/11/04/ea527bd8fb68f3618d0984a078b0ba2c-6545df0d619f8.jpg)
‘নিখুঁত’ নীল হীরাটির নিলামে দাম উঠতে পারে ৫ কোটি ডলার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১৫:৪১
‘গঠনের দিক থেকে নিখুঁত’ সবচেয়ে বড় নীল হীরাটির দাম নিলামে উঠতে পারে ৫ কোটি ডলার (৫৫০ কোটি টাকার কাছাকাছি)। এমনটি আশা করছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স। ৭ নভেম্বর সুইজারল্যান্ডের বিরল রত্নের এক নিলামে এটি তোলা হবে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
‘ব্লু রয়্যাল’ নামে পরিচিত এই উজ্জ্বল নীল রঙের হীরাটি একটি আংটিতে বসানো আছে। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া বিরল হীরাগুলোর একটি।
‘ব্লু রয়্যালকে এমন বিরল এবং বিশেষ করে তোলার মূলে এর আকার। এটি ১৭ দশমিক ৬ ক্যারেটের। এ ধরনের হীরার মধ্যে এটি সবচেয়ে বড়।’ বলেছেন ক্রিস্টি’সের জুয়েলারি বা গয়নার আন্তর্জাতিক শাখাপ্রধান রাহুল কাদাকিয়া।
- ট্যাগ:
- জটিল
- নিলামে উঠবে
- হীরা
- নীল রং