You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৩

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ছয় জঙ্গি হামলা চালিয়েছে।

শনিবার ভোরে চালানো এ হামলায় তিনটি আকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। 

এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ঘাঁটিতে ঢোকার আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং বাকি তিনজনকে কোনঠাসা করে ফেলা হয়েছে। এ হামলায় তিনটি গ্রাউন্ডেড আকাশযান ও একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

“সেনাদের দ্রুত ও কার্যকর জবাবে (হামলাটি) বানচাল ও ব্যর্থ হয়েছে, এতে লোকজন ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে,” বিবৃতিতে এমনটি বলেছে তারা।প

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন