শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া ছিটকেই গেলেন

প্রথম আলো প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১২:২৭

অ্যাঙ্কেলের চোট সারিয়ে বিশ্বকাপে ফেরা হলো না হার্দিক পান্ডিয়ার। এই চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের হয়ে চার ম্যাচ খেলেছেন পান্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে।


এরপর চোট খুব একটা গুরুতর নয় শোনা গেলেও বাস্তবে ভিন্ন ঘটনাই দেখা গেল। সেই চোট সারিয়ে সময়মতো সেরে উঠতে পারেননি পান্ডিয়া। তাঁর বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ভারত দলে তাঁর অন্তর্ভূক্তি অনুমোদন দিয়েছে।


পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন পান্ডিয়া। বোলিংয়ের ফলো-থ্রুতে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে এই চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর প্রথমে পরের দুই ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন। তখন জানানো হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন পান্ডিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও