![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F71004c79-5e17-4d67-a1bf-e627ae0b8f05%252F868640_01_02.jpg%3Frect%3D0%252C293%252C3896%252C2192%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের নিয়ে খেলেছেন শামি, বললেন ওয়াসিম আকরাম
প্রথম আলো
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১৭:২১
সময়টা এখন মোহাম্মদ শামির। বল হাতে নিলেই যেন দলকে উইকেট এনে দেবেন এই পেসার। গতকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। গড়েছেন অসংখ্য রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই শামির উইকেট এখন ১৪টি। ভারতের এই পেসারের এমন দাপুটে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাবেক এই পেসার বলছেন, শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো খেলেছেন শামি।
গতকাল ৫ উইকেট নেওয়ার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। মাত্র ১৪ ইনিংসে নিয়েছেন ৪৫ উইকেট। ছাড়িয়ে গেছেন জহির খান ও জাভাগাল শ্রীনাথকে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ব্যাটসম্যান
- মোহাম্মদ শামি